পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের উদ্যেগে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে নিতপুর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
এসময় আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সুদেব সাহা ও আহমাদুল হক শাহ্, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, যুবলীগ সভাপতি(ভাপরপ্রাপ্ত) রবিউল ইসলাম,
সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু হাফিজ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।