সানজিম মিয়া – রংপুর
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় “গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে অতপর ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তালাক দেয়ার অপচেষ্টা-নির্যাতন” শিরোনামে ৫ অক্টোবর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা গ্রামের মোসলেম মিয়া ও কুদ্দুস।
তারা বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত ঐ মহিলা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত তাকে স্থানীয়ভাবে বপশ কয়েকবার বিচার শালিস করা হয়েছে।তিনি গ্রামবাসীকে হয়রানি করার জন্যই একেরপর এক মিথ্যা মামলা দায়ের করেছে।মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার উদ্দেশ্যে।
প্রতিবেদকের বক্তব্য : “গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে অতপর ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তালাক দেয়ার অপচেষ্টা–নির্যাতন” শিরোনামে প্রকাশিত সংবাদটিতে শাবানা বেগমের বক্তব্য, মামলার কপি এবং বেশকয়েকজন স্থানীয় ব্যাক্তীর সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।