সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ-পত্রিকা সিনিয়র রিপোর্টার।
গত ২৫শে ডিসেম্বর শনিবার দৈনিক প্রথম আলো পত্রিকায় কুড়িগ্রামের উলিপুর -বুড়াবুড়ি ইউনিয়নের
ফকিরমহম্মদ মন্ডলপাড়া জামে মসজিদের মাঠের কাজ না করে টাকা সম্পূর্ণ আত্মসাথ করার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদে প্রকাশ থাকে যে,
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য, পিআইও,
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এসব অনিয়ম দুর্ণীতির সঙ্গে জড়িত বলে এ অভিযোগ প্রকাশিত করেছেন।
এ অভিযোগেরা হলেন ওই ইউপি ৪জন সদস্য,
নাম অপ্রকাশ বটে।
ফকির মহম্মদ মন্ডলপাড়ার জামে মসজিদের সভাপতি মোঃ সাইদুল ইসলাম
উক্ত মসজিদের কবর স্থানের সভাপতি তোফাইল আহম্মেদ
আঃ সোবাহান,
মোঃ দেলবর,
মোঃ সাহেবর আলী,
সহ আরো অনেকে জানান,
মসজিদটির মাঠ সহ ১৬ শতাংশ জুড়ে অবস্থিত। সরেজমিন থেকে ১০ফিট উচু করা সহ মসজিদের মাঠ প্লাসটার করা হয়েছে।
সেখানে ১৩টি কাতার হয়ে সাচ্ছন্দে মুসল্লীরা নামাজ আদায় করতে পাচ্ছেন।
মসজিদের নামে পশ্চিম পার্শে ২১শতাংশ কবর স্থানে মাটি ভরাট করা হয়েছে।
উলিপুর উপজেলায় ২০২১- ২০২২ সালের অর্থবছরের গ্রামীন অবকাঠামো রক্ষাবেক্ষণের (টি আর -নগদ অর্থ) কমসূচীর এলাকা ২৭ কুড়িগ্রাম -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ
মতিন এমপি মহোদ্বয়ের ১ম পর্যায়ের নগদ অর্থের প্রাপ্ত প্রকল্পের ফকিরমহম্মদ মন্ডল পাড়ার জামে মসজিদের জন্য বাজেটের কাজের সহায়তা পেয়ে আমরা এলাকাবাসি সন্তষ্ট প্রকাশ করছি।
“দৈনিক প্রথম আলো” পত্রিকার সংবাদটি মিথ্যা বানোয়াট, আমরা
এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।