কাউনিয়া উপজেলা প্রতিনিধি-
প্রকৃতির অপরূপ সাজে সেজেছে রংপুরের কাউনিয়া বড়ুয়ারহাটের
বুড়িডোবারর পদ্ম বিল।রংপুর কুড়িগ্রাম রোড
তথা আরকে রোডে বেইলিব্রীজ বাজার থেকে মাত্র ১কিলোমিটার দহ্মিনে এ বিলের অবস্থান।
অনিন্দ্য সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রাণী বলা হয়। পদ্ম বিলের রাশি রাশি প্রস্ফুটিত পদ্মফুল সারা ফেলেছে এলাকা বাসি সহ দর্শনার্থীদের মধ্যে। আর এ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা, ঘুড়ে ঘুরে দেখছেন পদ্মবিলের অপরূপ সৌন্দর্য।
পদ্মফুল দেখার উদ্দেশে আশাপাশের কয়েক উপজেলার মানুষ এ বিলে ঘুরতে আসেন। পদ্ম বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু সময়ের জন্য হারিয়ে যান প্রকৃতির মাঝে।
পুরো বিল গোলাপী আর সাদা রঙের পদ্ম ভরে ওঠে। এ যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। পদ্মবিলের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা দেখতে আসেন বুড়িডোবার পদ্ম বিল । যে যার মতো করে এই পদ্ম বিলের সুন্দর
এলাকা বাসি জানায়
গত কয়েক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এখানকার পদ্মফুল।
আষাঢ় মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত বুড়িডোবার এই পদ্মবিলে ফুল থাকে।
কিন্তু কিছু অসচেতন লোক এসে বস্তা ভরে এ পদ্ম ফুল নিয়ে যার। যার করনে বেশি দূর বংশ বৃস্তার করতে পারে না এ পদ্ম ফুল।