হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ,মূলধারার রাজনীতিক,লেখক, সংগঠক ও প্রবাসের পরিচিত ব্যক্তিত্ব এম এ সালাম সমাজসেবা ও দেশের কল্যাণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের মর্যাদাশীল এজাহিকাফ এ্যাওয়াড ২০২১ বিজয়ী হলেন।
এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) য়ের ২৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব” শীর্ষক আলোচনা,এজাহিকাফ এওয়ার্ড ২০২১ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান ১০’ই অক্টোবর’২০২২,সোমবার বিকাল ৫’টায় কাকরাইলের ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্টিত হবে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি।
উদ্ভোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ,সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি,বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মূভি সম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির,দৈনিক নবচেতনা সম্পাদক ও প্রকাশক লায়ন সাখাওয়াত হোসেন,বিশিষ্ট লেখক,
সমাজসেবক ও শিক্ষাবিদ কামরুন নাহার হারুণ,কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এম এ মানিক কলেজের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মানিক ।স্বাগতঃ বক্তব্য রাখবেন এজাহিকাফের মহাসচিব সালাম মাহমুদ,উপস্থাপনায় খন্দকার ইসমাঈল এবং সভাপতিত্ব করবেন এজাহিকাফের সভাপতিমন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।
উল্লেখ্য যে,দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে এজাহিকাফ ২০২১’য়ে এবার ভূষিত হলেন প্রবাসের বিশিষ্ট পরিচিত মূখ এম এ সালাম।খবর বাপসনিউজ।
উক্ত অনুষ্টানে সবাইকে স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন এজাহিকাফ যুগ্ন মহাসচিব মির্জা ইকবাল আলমগীর,উদযাপন কমিটির আহ্ববায়ক বাদল আহমেদ,সদস্য সচিব ও সাংবাদিক হামিদ মোহাম্মদ জসীম,অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ সূপ্রীম কোর্টের ডেপুটি এটর্ণি জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম,
এজাহিকাফ সভাপতিমন্ডলীর সদস্য বিপ্লবী কবিরত্ন মোহাম্মদ আবদুল মালেক, সভাপতিমন্ডলীর সদস্য যথাক্রমে দেওয়ান হাবিবুর রহমান,কবি হাসনাইন সাজ্জাদী এবং কামরুল হাসান ।এজাহিকাফ ২০২১ বিজয়ীদের স্বাগতম ও ভালবাসা জানিয়েছে এজাহিকাফের সকল গুনমুগ্ধ ভক্ত ও শুভাকাঙ্কীগন।