October 13, 2024, 1:13 pm
শিরোনামঃ
মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮ মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ এলপি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন উপদেষ্টা রমনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন স্বপন ভদ্র প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ যেই চোরকে ছেড়ে দিয়েছিলেন, সেই এসে বুকে মারল ছুরি রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা; গ্রেফতার ৫
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফুট বলে আর্জেন্টিনার বিজয়ে রিয়াদে উৎসবঃ

Reporter Name

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!!বিশ্ব কাপ ফুট বলে মেসির আর্জেন্টিনার ঐতিহাসিক

জয় লাভে রিয়াদের বাথা সামশিয়া মার্কেটের ব্যাব সায়ীদের উদৌগে ১৮ নং এক্সিট এ,বিশাল আনন্দ উৎসব এর আয়োজন করা হয়ঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরবে বাংলাদেশী অন্যতম বিনিয়োগ কারী লায়ন ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সন্সালনায় আনন্দ উৎসব মুখর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রিয়াদ ডিএমসি গুরুপের এমডি আবদুল্লাহ আল মামুন

,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মোঃজাহাংগীর আলম,যুবনেতা কামাল পাটওয়ারী, ব্যবসায়ী মাসুদ হোসেন সহ প্রবাসী বাংলাদেশ ব্যব সায়ী ও আর্জেটিনার সমর্থকগন। গানে গানে উৎস বে মাতোয়ারা ছিলো সহস্রাধীক বাংলাদেশী। সর্ব শেষে ছিলো নৈশভোজ।সভাপতির বক্তব্য নোয়াখা লীর কৃতি সন্তান লায়ন মো;ইসমাইল হোসেন বলেন

দেশ এবং প্রবাসে সকল কে মিলেমিশে আনন্দ উৎস বে শামিল হতে হবে।তিনি বলেন আনন্দ এবং উচছা সে দলীয় পরিচয় বড় কথা নয়।দেশ এবং জাতীর ঐক্যই আসল পরিচয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ডি এমসি গুরুপের এমডি আবদুল্লাহ আল মামুন বলেন খেলায় বিশ্ব পরিমন্ডলে দেশের কুটনৈতিক সমপর্কে বিশাল অবদান রাখতে সক্ষম তার বড় প্রমান হলো আর্জেটিনা এবং বাংলাদেশের কুটনৈতিক পর্যায়ে সমপর্ক এবং দুই দেশের মধ্য মিশন স্থাপন এর উদোগ তিনি এর জন্য বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থক দের অভিবাদন জানান।গভীর রাত পর্যন্ত চলে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের প্রানবন্ত গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page