প্রথম বাংলা – ময়মনসিংহের ফুলবাড়ীয়ার লাল চিনি, যে চিনির সুনাম সারা দেশে; সেই খ্যাতি বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ীর লোভের মুখে।
সাদা চিনির সাথে নালী গুড়,আধপোড়া জ্বালানি তেল,নাম না জানা ক্যামিকেল মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হতো ভেজাল লাল চিনি এতে শুধু জনস্বাস্থ্যই নয়,ক্ষতি হতো সাধারণ কৃষকদের।
বেশ কিছুদিন ধরেই ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার তাদের উপর নজরদারি রাখেন,কিছু নিবেদিত মানুষ দিন রাত খোঁজ নিয়েছেন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। অবশেষে ২ নভেম্বর মোবাইল কোর্টের হাতে কিছুটা পাকড়াও করা গেলো তাদের। নিয়মিত মামলা,জরিমানা,ভেজাল লাল চিনি ও চিনির মেশিন জব্দের পাশাপাশি সকল প্রাপ্ত আলামত বাজেয়াপ্ত করেছে উপজেলা নির্বাহী অফিসার।
কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক M A Kalam এর প্রতি,যিনি প্রতিনিয়ত ইউএনও কে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন প্রকৃত আসামীদের চিহ্নিত করতে। স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন গ্রামপুলিশগণ। স্থানীয় লাল চিনির ক্ষুদ্র উৎপাদনকারী কৃষকগণ এতে কিছুটা হলেও উপকৃত হবেন।