প্রথম বাংলা – ময়মনসিংহ – ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ায় যানজট নিত্য দিনের সঙ্গী।জানা যায় উক্ত সড়কের দাপুনিয়া বাজার হাইওয়ে রাস্তার পাশে। বাজার কে কেন্দ্র করে সওজ এর রাস্তায় দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠেছে দোকান।সচেতন মহল মনে করেন অবৈধ ভাবে গড়ে উঠা দোকানের কারনে দেখা দেয় যানজট।
যানজটের ভোগান্তি থেকে পথচারী এমনি স্কুল ও কলেজে ছাত্র – ছাত্রী রেহাই পাননি।
অনেকের নষ্ট হচ্ছে মুল্যবান সময়। যানজটের কারণে দাপুনিয়া বাজার পেরুতেই ৫ মিনিটের রাস্তা ৩০ মিনিট সময় লাগে।
স্হানীয় প্রশাসন কয়েকমাস আগে অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে।
এ ব্যাপারে ভুক্তভোগীগণ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।