June 23, 2025, 2:44 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গবন্ধুর চার খলিফার ১ম খলিফা নূরে আলম সিদ্দিকী আর নেই

Reporter Name

এম আশরাফুল আলম ঝিনাইদহ

বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, ৪ খলিফার ১ খলিফা খ্যাত বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী ২৯ মার্চ ৪.৩৭ ঘটিকায় ভোররাতে মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।তাঁর নামাজের ১ম জানাজা অনুষ্ঠিত হয় নিজ শহরের ঝিনাইদহ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। রাষ্ট্রীয় সম্মাননা পুর্বক কুচকাওয়াজ ও গার্ড অব অনার দেওয়া হয়।উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভা পতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি,আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মনিরা বেগম,জেলা পুলিশ সুপার আশিকুর রহমান,প্রশাসনের অন্যান্য সম্মানিত ব্যক্তি বর্গ,আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব হোসেন এবং তার বড় ছেলে ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

তাঁর ২য় নামাজে জানাজা ঢাকা আজাদ মসজিদ প্রাঙ্গণে। তার অসিয়ত অনুযায়ী দাফন করা হবে সাভার নুরুন্নবী টেক্সটাইল পারিবারিক গোরস্থানে।তিনি একাধারে স্বাধীন তার অন্যতম সংগঠক,ছাত্রনেতা ও প্রাক্তন ছাত্রলীগ ফাউ ন্ডেশনের আহ্বায়ক ছিলেন।সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের ‘চার খলিফা’র একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।



Our Like Page
Developed by: BD IT HOST