প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ আয়োজিত ১০ জানুয়ারী বিকালে নগরীর টাউন হল মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃ তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি এহ্তেশামুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি মসিক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি মো: ইকরামুল হক টিটু,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত,এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।
প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি বলেন ১৯৭২ সালের পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে জেলা ও মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠান পরবর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অপরদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করেন।