পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর,
লক্ষ্মীপুর থেকে-বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ সম্মাননা “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩” অর্জন করেছেন রায়পুরের ইউএনও অণজন দাস। ৩১ জুলাই ২০২৩, সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহন করেছেন। ইতিমধ্যে রায়পুর উপজেলায় ০৩ টি এ্যাম্বুলেন্স চালুকরন ও প্রান্তিক জনসাধারনের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের জন্য তিনি এ পদক পেয়েছেন। এ পদক পাওয়ায় ইউএনও অণজন দাসকে রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
তাছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রায়পুর পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাইদ জুটন বলেন, ইউএনও অণজন দাস মহোদয় এ পদক অর্জন করায় আমরা আনন্দিত। তাঁর অক্লান্ত পরিশ্রমে রায়পুরে অনেক উন্ননয়ন কাজ হয়েছে, তাঁর চেষ্টায় রায়পুরে পাঠাগার হয়েছে, পার্ক হয়েছে, আর্ট স্কুল হচ্ছে। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাঃ সম্পাদক মাহমুদুর রহমান সানী বলেন, ইউএনও অণজন দাস স্যার অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল মিডিয়া বান্ধব কর্মকর্তা। তাঁর এমন বৃহৎ অর্জনে আমরা আনন্দিত। আমরা তাঁর ভবিষ্যৎ উন্নতি কামনা করি।