নিজস্ব প্রতিবেদন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর চন্দ্রগঞ্জ থানা কমিটি অনুমোদন আহবায়ক কবির পাটোয়ারী,সদস্য সচিব,মাহিদ উদ্দিন,কাজী আবু সাঈদ,যুগ্ন আহবায়ক ,গাজী প্রফেসর নিজামুদ্দিন,যুগ্ন আহবায়,ওমর ফারুক চৌধুরী,যুগ্ন আহবায়ক,মোঃ সাইফুল ইসলাম মিঠু,যুগ্ন আহবায়ক,
সদস্য সচিব,মাহিদ উদ্দিন,
সদস্য হলেন,মোঃ সেলিম মিয়া,মোঃ মহাসিন,মোঃ বেল্লাল,লিয়াকত আলী মাষ্টার,আব্দুল কবির ব্যাপারী, মোঃ শেখ মজিব,সালা উদ্দিন,পারভিন আক্তার,মোঃ বাবুল,মোঃ ফারুক,বেল্লাল,মাতবর আলী আমিন,মোঃ ইউসুফ আমিন, মোঃ আব্দুল রহিম,আব্দুল মান্নান,মোঃ আবু সায়েদ (চরশা হী) মোঃ মোস্তাফিজ(চরশাহী) আ ব্দুল মতিন (চরশাহী) শাহাবুদ্দিন মান্দারী) মোঃ মুরাদ, (দিঘলী)খোরশেদ আলম,মোঃ আবু তাহের, ডাক্তার তপন লাল মজুমদার,মোঃ আলাউদ্দিন (এলইডি)সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর উন্নয়ন সাধারণ জনগনের মাঝে তুলে ধরবে।
এই সময় আহবায়ক কবির পাটোয়ারী শুভেচ্ছা বার্তা বলে ন,আমাকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনে আহবায়ক করার বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্ত রিক শুভে চ্ছা অভিনন্দন।আমাদের মাননীয়প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলে যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে মাঠে ময়দানে দেখতে চায়।
তাই আমাদের জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে চতুর্থবারের মতো সরকার গঠন লক্ষ্যে। কাজ করে যাব যত বাঁধা আসুক না কেন কোন বাদা আমাদেরকে ঠেলে রাখতে পারবে না।
যতকাল থাকবে,পদ্মা,মেঘনা,যমুনা,গতকাল থাকবে মুজিব তোমার ঠিকানা।বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সর কারের হাতকে শক্তিশালী করার জন্য চন্দ্র গঞ্জ থানা সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।জামাত-বিএনপি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধুর ফাউন্ডেশন এর সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবে।
আমি চন্দ্রগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে জে লা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃ ন্দ কে চন্দ্রগঞ্জ থানার বাসীর পক্ষ থেকে আন্তরিক শু ভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সি দ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে চলবো।
দল মত নির্বিশেষে আবারো সকল নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন সাধারণ জনগণের মাঝে তুলে দেওয়া জন্য কাজ করব।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদীর্ঘ কামনা করি।