নিজস্ব প্রতিবেদক _ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ আর এস বি) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে লা মিরচী চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় কেক কেটে জন্মদিনের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নাজমা আক্তার,আলোচনায় তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট শিশু ও স্মার্ট জেনারেশন তৈরি করার বিকল্প নেই বলে উল্লেখ করেন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্লেষক ডঃঅখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক একুশে টেলিভিশন,বায়েজিদ মিল্কি,প্রধান বার্তা সম্পাদক চ্যানেল ৭১,বিশেষ অতিথি মিনহাজ শেহাব ফুয়াদ,
সভাপতি,এফ আর এস বি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও বিভাগীয় ব্যুরো প্রধান -ময়মনসিংহ বাংলা টিভি,এ বি এম শামছুল হাসান,সাধারণ সম্পাদক এফ আর এস বি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ,সম্পাদক দৈনিক ঢাকার ডাক ও পরিচাল ক ( কমার্শিয়াল) যমুনা গ্রুপ,শাহ্ ইস্কান্দর আলী স্বপন,সহ-সভাপতি এফ আর এস বি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কন্ট্রিবিউটিং এডিটর বার্তা২৪ ডট কম,সৈয়দ মইনুল হোসে ন,সহ-সাংগঠনিক সম্পাদক এফ আর এস বি কেন্দ্রীয় কার্য করী পরিষদ ও বিশেষ প্রতিনিধি দৈনিক ঢাকার ডাক।অনু ষ্ঠানের সভাপতি ও উদ্ভোধনী সঞ্চালক ছিলেন জাহিদুজ্জা মান সাঈদ,সভাপতি এফ আর এস বি ঢাকা জেলা,
সম্পাদ ক এন্ট্রারপ্রেনার বাংলাদেশ ডট কম ও সহ-সভা পতি ই-ক্যাব।অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন এম আনিছুর রহমান,সাধারণ সম্পাদক এফ আর এস বি ঢাকা জেলা ও সম্পাদক জনসংযোগ নিউজ ডট কম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফ আর এস বি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ।