— মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনায় সরকারি রাস্তার কাজ করাতে গিয়ে ইউপি মহিলা সদস্য লাঞ্ছিত হয়েছে বলে খবর পাওয়া যায়। দৈনিক জন তার সময় প্রতিবেদক ঘটনা স্থল পরিদর্শন করে জানতে পারেন যে,বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসাঃ সীমা বেগমের উপর শারীরিক অত্যাচার করেছে অত্র এলাকার মোকছেদ খন্দকার ও কাজল খন্দকার।
অদ্য সকাল ৯ঃ০০ টায় মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসাঃ সীমা বেগমকে মারধর করার খবর পাওয়া গিয়েছে। জানা গেছে সরকারী বরাদ্ধের রাস্তার কাজ করাতে গেলে এলাকার উচ্ছৃঙ্খল মোকসেদ খন্দকার ও কাজল খন্দকার নারী সদস্য ও তার স্বামী বেলালকে মারধর করেছে এবং রাস্তার কাজ করা বন্ধ করে দিয়েছে।
এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ বলেন, মোকলেছ খন্দকার ও কাজল খন্দকারের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। গায়ের জোরে তারা আজ মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও তার স্বামীকে মারধর করেছে।
বিল্লাল হোসেন ছোট গৌরীচন্না খান বাড়ি এলাকার বাসিন্দা স্থানীয় মোকসেদ তার কথামতো কাজ না করলে এই দ্বন্দ্ব সংঘর্ষ সূত্রপাত হয়।মহিলা ইউপি সদস্যের স্বামী বেল্লাল হোসেন জানান, সরকারি কাজ করার জন্য তারা স্থানে গেলে তার স্ত্রী ইউপি সদস্য সীমা বেগমকে অতর্কিত হামলা করে এতে আহত হয়েছে, মোকসেদ ও কাজল তার স্ত্রীর গায়ে হাত তোলে এবং তার গায়ের গেঞ্জি ছিড়ে ফেলে।
ডাক্তারি রিপোর্টে শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। তারা আরো বলে যে উতশৃংখল মোকসেদ ও কাজল কিল ঘুসি দিয়েছে। তাদের সাথে থাকা ২০ হাজার টাকা ছিল তা পাওয়া যায় নাই। ইউপি নারী সদস্য সীমা ফুলঝুরি ইউনিয় নের ১২৩ সংরক্ষিত আসনের মেম্বার।বিবাদী কাজল খন্দ কার ও মোকসেদ খন্দকার এর ঠিকানা খানবাড়ি, খন্দকার হাওলা ছোট গৌরীচন্না।ইউপি মহিলা সদস্য বিচার চেয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।