মোঃ খাইরুল ইসলাম মুন্না
প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার বেতাগীতে যুব দিবস পালিত হয়েছে।আজ পহেলা নভেম্বর মঙ্গলবার ১১ টায় উপজেলা পরিষদ অডিট রিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সুলতান আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান মোসাঃ মাহমুদা খানম, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব সিকদার।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান ফোরকান বলেন যুবকদের যে প্রশিক্ষণ গুলো দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে যে ঋণ প্রধান করা হয় তা সঠিকভাবে কাজে লাগাচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য অনুরোধ করে এবং বেতাগীতে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য সুপারিশ করেন।আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদ এবং যুব ঋণ প্রদান করা হয়।