প্রথম বাংলা – অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের চাহিদা অনুযায়ীই আন্ত র্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ দেবে। বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন,আইএম এফের কাছে যেভাবে ঋণ চাওয়া হয়েছে,সে ভাবেই দিচ্ছে আমরা তাদের ঋণ পেতে যাচ্ছি ইনশাল্লাহ।চলমান অর্থনৈতিক সংকট মোকাবি লায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলারঋ ণ চেয়েছে বাংলাদেশ।গত জুলাইয়ে ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল আইএমএফের কাছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আই এমএফের বার্ষিক সভায় ঋণ পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদা র।
ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার এক ফাঁকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বাধীন দল আইএমএফে র সঙ্গে এক দফা আলোচনাও করলেও চূড়ান্ত কিছু হয়নি।
ঋণ পেতে হলে বাংলাদেশকে বেশ কিছু শর্ত পূর ণ করতে হবে বলে জানানো হয়েছিল। ঋণের বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল ঢাকায় আসে আইএমএফের একটি দল। এর নেতৃত্ব দি চ্ছেন আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগ রীয় অঞ্চলের দেশগুলোর প্রধান রাহুল আনন্দ।
৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে সর কারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে প্র তিনিধি দলটি। আজ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল।বৈঠকের পর অর্থমন্ত্রী মুস্তফা কা মাল বলেন, ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ড লার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে আসবে প্রথম কি স্তি বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৫১৯ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসাবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।