মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:
এক মাত্র গ্রাম ডাক্তার কল্যান সমিতির সদস্য গন নামে আগে বা পরে গ্রাম ডাক্তার , লিখতে পারবেন। এই অনুমতি আর কোন সমিতি বা সংগঠন পায়নি। আর একটি কথা সকলের অবগতির জন্য জানাচ্ছি, কিছু অতি চালাক নিজকে একাধিক সংগঠনের সদস্য পরিচয় দেয়,।এরা নিজকে বোকা পরিচয় দেয়।এদের আসলে কোন সংগঠনের সদস্য ই নয়।
কপিঃ কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি,গ্রাম ডাক্তার আবদু স সাত্তার মহোদয় এর পেজ হতে প্রচারেঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি।টুংগীপাড়া উপজেলা শাখা,কেন্দ্রীয় কমিটির সভাপতি মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এর নির্দেশ মোতাবেক প্রচার সেল
গ্রাম ডাঃ সেলিম মোল্লা( ফার্মাসিস্ট)
(ভারপ্রাপ্ত) সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি
সাধারন সম্পাদক, টুংগীপাড়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতি