প্রথম বাংলা-পুলিশ সুপার,গাজীপুরের কার্যালয়েবাংলা দেশ পুলিশ শিক্ষাবৃত্তি-২০২২ এর ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।সম্মানিত ইন্সপেক্টরজে নারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার),পিপিএম এর পক্ষ থেকে গাজী পুর জেলায় বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি প্রদান করেন কাজী শফিকুল আলম,বিপিএম(বার),পুলিশ সুপার, গাজীপুর।
১ এপ্রিল সোমবার শিক্ষাবৃত্তি প্রদানকালে পুলিশসুপার ,গাজীপুর এসএসসি/এইচএসসি পরীক্ষায় সকলবিষয়ে A+ পাওয়া কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলে ন, বাংলাদেশ পুলিশ তোমাদের সংবর্ধিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করছে। আশাকরি তো মাদের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে,গাজীপুর জেলা পুলিশে কর্মরত ০৬ জনপু লিশ কর্মকর্তা/কর্মচারীর ছেলে-মেয়ে এসএসসি/এইচ এসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে।
এ সময় নাজমুস সাকিব খান,পিপিএম,অতিরিক্ত পুলি শ সুপার(ট্রাফিক),গাজীপুর,মোঃ রবিউল ইসলাম,পি পিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মোঃ রোকনুজ্জামান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) ,গাজীপুরসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।