খান মাহাদী :- বয়স কম হলেও ইতিবাচক কাজের মাধ্যমে সকলের মাঝে আলোচনাতে শাহারিয়ার সাহিদ।শাহারিয়ার সাহিদ জাগ্রত তারুণ্য নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। জাগ্রত তারুণ্য সংগঠনের নানা ইতিবাচক কাজের মাধ্যমে সকলের নজরে আসেন এই তরুণ। খুব কম সময়ের মধ্যেই তার সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছেন।
ইতিমধ্যেই বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে তার সংগঠনের ইউনিট চালু হয়েছে। শাহারিয়ার সাহিদ জানান মানব সেবামূলক কাজ করাই আমার লক্ষ্য যেহেতু আমি চিকিৎসা পেশার সাথে জড়িত ইচ্ছে রয়েছে প্রতিবছরই বাকেরগঞ্জের মানুষের জন্য ফ্রী হেল্থ ক্যাম্প করার।শাহারিয়ার সাহিদ বাকেরগঞ্জের সনামধন্য কবাই মিঞা পরিবারের সন্তান তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও মাতা শিক্ষক ছিলেন।