March 15, 2025, 6:08 pm
শিরোনামঃ
বাকলিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির চেষ্টাকালে ০৪ জন ডাকাত গ্রেফতার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান ০৬-১৩ মার্চ টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক সার্জেন্টদের তাৎক্ষণিক তাৎপরতায় সাতরাস্তা ক্রসিংয়ে নগদ এক লক্ষ টাকা সহ ০৩ জন ছিনতাইকারী আটক খুলনা তেরখাদায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ আটক ময়মনসিংহ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডিএমপি কর্তৃক গুলশান-২ এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা গ্রেফতার দাবি

Reporter Name

 

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জে উপজেলার দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রিয়াজ শরীফের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে পৌর যুবদল নেতা পরিচয় দানকারী সালাম খানের বিরুদ্ধে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার ভূমি অফিসের অভ্যান্তরে এ হামলার ঘটনা ঘটে।

আহত রিয়াজ শরীফ উপজেলার আউলিয়াপুর এলাকার বাসিন্দা জালাল শরীফ।এর ছেলে তিনি দৈনিক মানবকন্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

জানা গেছে- বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহের জন্য উপজেলার ভূমি অফিসে যান রিয়াজ। পর ক্ষনে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।পৌর যুবদল নেতা পরিচয় দানকারী সালাম খান ও তার বাবা বেলায়েত খান ও ছোট আমিনুল খানসহ ৫/ ৭ জনের একটি সন্ত্রাসী দল।

এসময় রিয়াজ শরীফকে সালাম খানের হাতে থাকা লোহার রড দিয়ে মাথার উপর পিটান দিলে হাত দিয়ে ঠেকালে হাতের কনুই ফেটে রক্তাক্ত জখম হয়। সালাম খানের হাতে থাকা লোহার রড দিয়ে পুনরায় রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে হাটুর হাড় ভেঙে দেয়।

এরপর সালাম খানের ছোট ভাই আমিনুল খানের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে বুক রক্তাক্ত জখম করে। পরে সালাম খানের বাবা বেলায়েত খান ও তাদের সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী রিয়াজকে এলোপাতাড়ি কিল ঘুষি ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ভূমি অফিসের বাইেরে নিয়ে আসে।

এসময় স্থানীরা ছুটে এলে খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসী দল। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত রিয়াজ শরীফ বলেন- পূর্ব শত্রুতার জেরে আমার উপর হামলা চালিয়ে জখম করেছে যুবদল নেতা পরিচয় দানকারী সালাম খান ও তার বাবা বেলায়েত খান ও ছোট আমিনুল খানসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল। এরপরেও আমাকে নানা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST