রাশেদুল হাসান লক্ষ্মীপুর:
আগামী ২৮শে এপ্রিল আসন্ন বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। তারি ধারাবাহিকতামা ঠে প্রচার প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে আছেন মিজানুর রহমান মিলু, তিনি বলেন আমার জনপ্রিয়তা দেখে অন্য অন্য প্রার্থীরা মাথা ঘোরা অবস্থা।তাই তাহা রা রীতিমতো আমার ভোটারদের কে বিভিন্নভাবেহুমকি -ধুকি প্রদর্শন করে বল্লেন মিজানুর রহমান মিলন।
তিনি আরো বলেন,আমি দীর্ঘ ৩৭ বছর রাজনীতি জীব নে ও বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের আট বছরের যাবত মেম্বার থাকা অবস্থায় কোন প্রকার দুর্নীতি করিনাই। আমার সাথে কোনো বাহিনী নাই,সাবেক এমপি শাহজা হান কামালের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কো নো দুর্নীতি কোন প্রকার প্রভাব বিস্তার করিনাই আপনা রা খোঁজখবর নিয়ে দেখেন আমি কোন বাহিনী গঠন করি নাই কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত হই নাই।এবং কাহারো ফসলি জমির মাটি কাটি নিয়ে যায় নি কোন অপকর্মের সাথে আমি জড়িত আছি কিনা তা আপনারা দেখেন।
আমি মেম্বার থাকা অবস্থায়, অনেক পুরুষ মহিলাদের কে বয়স্ক ভাতা বিধবা ভাতা ও মাতৃত্বকালীন বাতা সহ সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়েছি।ইউনিয়ন পরিষ দের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র ঘোষণা সাধারণ মানুষ না খেয়ে থাকবে না হতদরিদ্র থাকবে না ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম হবে শহর সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি দিনরাত ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে রায় দেয়আগামীতে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমিআমার সেবার আরো উন্নতভাবে চালু করব এটা আমার নির্বাচ নী ইশতেহার।
ইতিমধ্যে আমি সকল প্রশাসনের সাথে কথা বলেছি এ বং কি রিটার্নিং কর্মকর্তার সাথে ও কথা বলেছি সুন্দর অবাক ও সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে বলে আমাকে আশ্বাস্থ্য করেছে এখানে কেউ প্রভাব ফেলায় ভোট কেটে নিয়ে যাবে হুমকি দিচ্ছে বলে খবরআসছে আমি বলি তা স্বপ্ন। আমি বিশ্বাস করি প্রশাসন নিরপে ক্ষ ভূমিকা পালন করবে কারণ মানুষের মনে এক ধর নের আতঙ্ক সৃষ্টি করতে ছায় যেনো মানুষ কেন্দ্র না যায়
সাধারণ ভোটার বলে আমরা যদি নিরাপদে কেন্দ্রেযাই তে পারি তাহলে ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবো। আমি ও সকল প্রশাসনের প্রতি আকুল আবেদন থাকবে যে নো সাধারণ মানুষ সুস্থ ভাবে কেন্দ্রে যেতে পারে ও তা দের ভোট অধিকার প্রয়োগ করতে পারে।পথে মধ্যে কোনো প্রকার যেন প্রতিকূলতা বা বাধা বিঘ্ন করতে না পারে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন তাহলে। জনগণ স্যালুট প্রশাসনকে সার্থক হবে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ইস্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।