✍️আমিনুল ইসলাম আশিক
এই মুহূর্তে জন্য হয়তো রবীন্দ্রনাথ এই গানটি রচয়িত করছিলেন :- ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আঁখিতে’ ‘আঁখিতে! আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন শেষের এই অংশটুকু।
মূলভাব :দেবদাস শেষবারের মতো পারুকে একবার দেখার জন্য ছুটে যাচ্ছেন সকল বিষয়ে বাসনা বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন দেবদাস।পারুকে একবার দেখার জন্য উপস্থিত হয়েছিলেন পারুর দুয়ারে৷ ‘পারুর দেবদা’ আমাদের এই একবিংশ শতাব্দীর সকল প্রেমময় বালক-বালিকার কাছে একটি দৃষ্টান্ত “প্রেমের কাহিনী রেখে গিয়েছেন “দেবদাস”।
যা এক কালজয়ী প্রেম কাহিনী নামে খ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র ১৭ বছর বয়সে এই দেবদাস উপন্যাসটির রচয়িত করেছিলেন। যা বাঙালি প্রেমের প্রতীক দেবদাস ও পারুর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক কাহিনী, জীবনে প্রথম প্রেম সবচেয়ে গভীর হয়। কতটা গভীর হয় তা এই দেবদাস উপন্যাসের মাধ্যমে প্রমাণ করা হয়েছিল। নারীর প্রতি পুরুষের এই বক্ষ ভালোবাসা।