নুর মোহাম্মদ সিকদার:
ঘনিয়ে আসছে আসন্ন কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায় তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী তরুন নেতৃত্বদানকারী কুতুপালং বাজার ব্যবসায়ীর পরিচিত মুখ নুরুল ইসলাম খাঁন(সও:)।
এদিকে কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে বাজার এলাকায় চলছে বিভিন্ন প্রার্থীদের উৎসব মুখর প্রচারণা। বাজার ব্যবসায়ী ভোটারের পচন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের মাঝেও দেখা দিয়েছে আনন্দ ও উৎফুল্ল।
বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম খাঁন এ প্রতিবেদককে বলেন, আমি দীর্ঘ বছর থেকে বাজারের ব্যবসায়ী ভাইদের হয়ে বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে গিয়েছি। এই নির্বাচনেও ব্যবসায়ী ভাইয়েরা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আমি নির্বাচিত হলে বিগত দিনের ন্যায় অবহেলীত ব্যবসায়ী ভাইদের জন্য কাজ করে যাব বলে প্রতিজ্ঞা করছি। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।