সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ
মুক্তিযুদ্ধ৭১ সংবাদ পত্রিকা :সিনিয়র রিপোর্টার।
কুড়িগ্রাম উলিপুরের ইউনিয়ন ধরনীবাড়ী মাদারটারী সপ্রাবিঃ ৫মশ্রেনীর শিক্ষার্থী মোছাঃ রুমী আক্তার (১২)তার সপ্ন লেখাপড়া করে বড় হয়ে একজন বড় ডাক্তার হবে।
ছোট্ট মেয়েটি কি জানে?
তার বাবা কোথা থেকে এত খরচ যোগার করবে!
বাবা সপিউল হক দিনমজুর,
মাতা মোছাঃ রাবেয়া বেগম -সংসারের কাজ করেন।
ভাই নেই, তিন বোন।
রুমী আক্তার সবার ছোট।
মেয়ের এতবড় সপ্ন গরিব বাবার মাথায় হাত।
দেখতেও তো সুন্দর কম নয়; বাবারও ইচ্ছে, কষ্ট করে হলেও মেয়ের সপ্ন পুরণ করার নিমিত্তে অক্লান্ত
পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
ক্লাশে রোল ভাল করেছে।
বাইসাইকেল চালাতে সাহসিকতা অর্জন করেছে।
আবার নাচ ও গানেও কমতি নেই।
ছেলেরা বিকেল হলে মাঠে খেলতে যায়, রুমী আক্তার বিকেল হলে ছোট্ট সাইকেলটি নিয়ে বাড়ির পাশদিয়ে রাস্তা দিয়ে একটু ঘুরাঘুরি করে।
গরিবের মেয়ে সাইকেল চালায় এ নিয়ে মহল্লায় টিটকারি।
নিন্দুনীয় বিষয়টি শিক্ষার্থী রুমী আক্তার প্রধান শিক্ষককে জানিয়েছেন।
প্রধান শিক্ষক আঃ হাকিম তার উৎসাহকে প্রাধান্য দিয়ে মহল্লার আশে পাশে সকলের সাথে
কথা বলেছেন।
কাহারো প্রতিভাকে আঘাত করা যাবেনা।
পারলে সর্ববিষয় নজর দিয়ে তাকে গড়িয়ে তুলুন এবং সার্বিক সহযোগিতা করুন।