মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
ছমিরুন(শেফালিঃ৪৫)নামে এক মহিলা ২দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ছমিরুন(শেফালিঃ৪৫) সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামের শাহাবুদ্দিন এর স্ত্রী।এ বিষয়ে সোনারগাঁও থানায় বৃহস্পতিবার সকালে একটি নিখোঁজ জিডি করা হয়েছে।
জিডির প্রেক্ষিতে শাহাবুদ্দিন জানান ছমিরুন(শেফালিঃ৪৫) গতকাল রাত আনুমানিক ৪টার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও তার কোন হদিস না পেয়ে সোনারগাঁও থানায় একটি নিখোঁজ জিডি করেছি।
তার কোন সন্ধান পেলে উল্লেখিত এলাকায় বা ০১৮৯২৩৩১২৫১ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি’
এদিকে জিডি করার পর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সোনারগাঁও থানা পুলিশ।