প্রথম বাংলা –রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তা বাদী দলের (বিএনপি) মহাসমাবেশে আসা দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। বিএনপির উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা পুলিশ বক্স ও গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
আজ শনিবার ২৮ অক্টোবর দুপুরে বিএনপিরনেতাকর্মী রা রাজধানীর কাকরাইল এলাকায় পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল নিক্ষেপ করে,কাকরাইল পুলিশ বক্সসহ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আই ডিইবি) ভবনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে ও পুলি শের ব্যবহৃত যানবাহনে হামলা চালায়।
এর আগে সকাল ১১টায় কাকরাইলের হেয়ার রোড এলাকায় ২টি পিকআপ গাড়ি, কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ও কাকরাইলের রমনা পার্কের সামনে আলিফ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। বৈশাখী বাস ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য,বিভিন্ন দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহা সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি প্রদান করে। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীতে ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।