প্রথম বাংলা – গত ইং৩১/১০/২০২৩ তারিখ জনৈক মফিজুল ইসলাম, সাং- বটগাছিয়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ থানায় আসিয়া সাধারন ডায়েরী করেন যে, তাহার ছোট ভাই ৬মাস যাবত মালয়েশিয়াতে থাকে।
সেখান হইতে তাহার ভাইয়ের কাছে (বাংলাদেশে) ৪০,০০০/-হাজার টাকা পাঠাতে চাইলে তাহার ভাই মফিজুল একটি বিকাশ নম্বর দিলে তাহার ছোট ভাই মালয়েশিয়া হইতে টাকা পাঠানো কালে ভূল বশতঃ অন্য একটি নম্বরে টাকা পাঠিয়ে দেয়।