মো আব্দুল্লাহ আল আনন্দ ক্রিয়া প্রতিনিধি
জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) এ-র নবম আসর খেলা শুরুর বাকি আর মাত্র দুই দিন । দলগুলোর চলছে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ, তার অংশ হিসেবে আজ বসুন্ধরা আবাসিক এলাকায় রংপুর রাইডাস এর হোম ভেনুতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক রংপুর রাইডাস বনাম খুলনা টাইগাস।টসে জিতে বোলিংয়ে সিন্ধান্ত নেয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান
খুলনা টাইগার্স
প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৮৭। অধিনায়ক
তামিম ইকবাল চোট কাটিয়ে ফিরে সুবিধা করতে পারেননি। চার নম্বরে নেমে স্পিনার রাকিবুল ইসলামের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এল বিডব্লিউ হয়ে ফেরেন গোল্ডেন ডাকে (১ বলে ০)।দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৩ বলে২১ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া ইয়াসির আলি রাব্বি ১১ আর হাবিবুর রহমান সোহান ১৬,
রংপুরের হয়ে স্পিনার শেখ মেহেদি হাসান ২ রানেই নেন ২টি উইকেট। স্পিনার রাকিবুল ৮ রানে এবং পেসার রিপন মণ্ডল ২০ রানে নেন ২ উইকেট।ছোট লহ্মে ব্যাট করতে নেমে জবাবে মাত্র ১০.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে ৮৮ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডাস।পারভেজ ইমন করেন ১৫ বলে ২০। নাইম শেখ ১৬ বলে ১৬।
জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা ভোমন করে এসে ২৫ বলে ৩১ রানের ইনিংস করে স্বেচ্ছায় মাঠ থেকে অবসরে যান। এছাড়া শামীম পাটোয়ারী অপরাজিত ৮, শেখ মেহেদি অপরাজিত ৪
খলনার অধিনায়ক তমিমের মতো এদিন শূন্য হাতে ফেরেন
নুরুল হাসান সোহান ও রনি তালুকদার ১০ রানে দুটি উইকেট নেন খুলনার নাসুম আহমেদ।এতেই সহজ জয় তুলো নেয় রংপুর রাইডাস