গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাজুলীয়া ইউনিয়নের ভোজরগাতি গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান সরদারের পরিবারের কাছে চাঁদা দাবী করেছে একই এলাকার রফিক সরদারের ছেলে সন্ত্রাসী হাবিব সরদার ও তার সংঘবদ্ধ দল।
সরেজমিনে গেলে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহমান সরদার সারা দেশের ন্যায় মুক্তি যোদ্ধাদের নামে বরাদ্দকৃত বীর নিবাস বরাদ্দ হয়। বরাদ্দকৃত ঘরের মুল্য ১৪লক্ষ ১০ হাজার টাকা। ব্যপারটা এলাকায় জানা জানি হলে সহজ সরল এই পরিবারের বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুফিয়া বেগম এর নিকট সন্ত্রাসী হাবিব ও তার দলবল এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সন্ত্রাসীরা তার ছেলে মাসুদ সরদারকে মেরে ফেলার হুমকী দেয়। সন্ত্রাসী দের এই সকল হুমকী শুনে সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হসপাতালে ভর্তি আছে।
সুফিয়া বেগমের সাথে গোপালগঞ্জ সদর হাসপাতালে দেখা করতে গেলে তিনি বলেন, আমার স্বামী ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়েছিল, দেশ স্বাধীন করেছে। আজ আমাদের মাথা গোজার ঠাই নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের কে একটি ঘর দিয়েছে আমরা আমাদের জায়গায় এই ঘর তুলতে গিয়ে বাঁধা দিল সন্ত্রাসী হবিব সরদার। সে আমাকে হুমকী দেয় আমি যদি তাকে ২ লক্ষ টাকা না দেই তাহলে সে আমার ছেলেকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। আমার বাড়িটা গ্রাম ছেড়ে একটু দুরে। আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ সরদার একটি অভিযোগ দায়ের করেন গোপালগঞ্জ জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।মাসুদ সরদার বলেন এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে।