এম আশরাফুল আলম ~জেলা প্রতিনিধি, ঝিনাইদহ।
আজ ০৭/০৮/২০২৩ ইং রোজ সোমবার ঝিনাইদহ জেলার হামদহ মর্গের সামনে আহাম্মদ ফুড’স বেকারিতে বাজার অভিযান পরিচালনা করেন জনাব নিশাত মেহের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ ঝিনাইদহ। এ সময় সহযোগিতায় ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা ঝিনাইদহ এবং রকি হাসান অফিস সহকারী অত্র দপ্তর ।
আহম্মদ ফুড’স বেকারিতে বিএসটিআই ব্যতীত সেমাই ও কেক তৈরি সহ মেয়াদ বিহীন কেমিক্যাল দিয়ে খাদ্যদ্রব্য তৈরি এবং অপরিষ্কার ভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও তৈরির জন্য ৭০০০(সাত হাজার) টাকা জরিমানা ধার্য করিয়া আদায় করে। এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ পুলিশ লাইনের সদস্য বৃন্দ ।
সহকারী পরিচালক জনাব নিশাত মেহের বলেন আমাদের বাংলাদেশের মানুষের উচিৎ খাবারের মতো একটা অপরি হার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসে ভেজাল দেওয়া থেকে নি জেদের কে বিরত রাখা এবং নিরাপদ ভেজাল মুক্ত খাবার ভোক্তাদের মাঝে নিশ্চিত করা। তিনি বলেন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।