মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে শাহজাদপুরে চার গর্বিত নারীকে “জয়ীতা সম্মাননা পদক” প্রদান করা হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ জয়ীতা নারীদের সমাজের প্রতিবন্ধকতা অতিক্রম করার যে সংগ্রামের গল্প আমরা শুনলাম, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আশা করি, তাদের সাফল্য অন্য নারীদেরও স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামসহ আরও অনেকে। শতাধিক নারী জয়ীতা পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাজের বাধা পেরিয়ে স্বাবলম্বী হয়ে “জয়ীতা” পদক অর্জন করেছেন মোছাঃ রুমি খাতুন প্রিয়া, মোছাঃ রুবী খাতুন, মোছাঃ জোমেলা খাতুন এবং মোছাঃ নার্গিস খাতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মতে, জয়ীতা পদকপ্রাপ্ত নারীরা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবেন। তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তারা এই স্বীকৃতি অর্জন করেছেন।
বেগম রোকেয়া জয়ীতা সম্মাননা নারী সমাজের ক্ষমতায়নে এবং নারী নির্যাতন প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্বীকৃতি আগামী দিনে নারীদের এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।