মোঃ খাইরুল ইসলাম মুন্না- আজ ৩ রা নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় জেল হত্যা দিবস উপলক্ষে বেতাগী উপজেলা আওয়ামী লীগের আয়জনে পার্টি অফিসে দোয়া মাহফিল ও আলোচনা সভা র অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভা পতি আলহাজ বাবুল আক্তার,উপজেলা আওয়া মী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমি নুল ইসলাম পিন্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফয়সাল অপু,পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান,উপজেলা যুবলীগের সভা পতি জহিরুল ইসলাম লিটন,পৌর আওয়া মী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রহিম সিকদার, পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন পল্টু, পৌর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।
জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পা দক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন,‘বঙ্গবন্ধু পাকিস্তান কারা গারে বন্দি থাকা অবস্থায় তার অবর্তমানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জাতীয় চার নেতা মুজিবনগর সরকার গঠন,রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ পরিচা লনা, কূটনৈতিক তৎপরতা,শরণার্থীদের তদার কিসহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসা মান্য অবদান রাখেন।
বেতাগী কেন্দ্রীয় জামেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান দোয়া অনু ষ্ঠান পরিচালনা করেন।