বেতাগী বরগুনা প্রতিনিধি
আগামী সতের অক্টোবর বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার ৪নং ওয়ার্ডের সদস্য পদের নির্বাচন জমে উঠছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। বেতাগী শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণ ততই বাড়ছে।
চলছে শো-ডাউন, সভা-সমাবেশ, প্রার্থীরা ছুঁটছেন ভোটারদের বাড়ি বাড়ি ও কখনো কখনো ইউপি ভবনে। ভোট প্রাপ্তির আশায় আত্মীয়তা ও দলীয় সূত্র খুঁজে ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। জেলা পরিষদের নির্বাচন নিয়ে সাধারন মানুষের মাঝেও চলছে আলোচনার ঝড়। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতীত সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডও।
এবারের জেলা পরিষদের নির্বাচনে বেতাগী উপজেলার ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে অবর্তীণ হয়েছে চারজন। তারা হলেন, হাতী মার্কা প্রতীকে বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, তালা প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফয়সাল অপু, টিউবওয়েল মার্কা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু।
অন্যদিকে বেতাগী-বামনা-পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন ২জন। এর মধ্যে বেতাগী উপজেলা থেকে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসা: শিমু আকতার।
বেতাগী উপজেলার ১টি উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে মোট ভোটার ১০৭জন। এর মধ্যে সরিষামুড়ি ইউনিয়নের একজন মেম্বর থুন হওয়ায় এখন ভোটার সংখ্যা ১০৬ জন।