বেতাগী, বরগুনা প্রতিনিধ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের আওতাধীন বেতাগী উপজেলা শাখার যুব রেড ক্রিসেন্টের আয়োজনে শারীরিক ও মানসিক বিকাশের জন্য এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।১৩ অক্টোবর (বৃহস্পতি বার) বিকেল ৩ ঘটিকায় বেতাগী সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহন করে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ খেলার ফলাফল ড্র।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা, মোসাঃ মাহমুদা খানম, মহিলা ভাইস-চেয়ারম্যান বেতাগী উপজেলা পরিষদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এবিএম মাসুদুর রহমান খান, প্যানেল মেয়র বেতাগী পৌরসভা,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল ওয়ালিদ স্যার, অধ্যক্ষ বেতাগী সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব সাইদুল ইসলাম মন্টু, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শামীম সিকদার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জনাব দীপক কুমার প্রমুখ।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, শারীরিক মানসিক বিকাশের জন্য ও সুন্দর সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই।
উক্ত খেলা শেষে সকল প্লেয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।