বেতাগী (বরগুনা) প্রতিনিধি – বরগুনার বেতাগীতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ-সিআইপিআরবি’র উদ্যোগে ভাষা প্রকল্পের আওতায় ২নং সদর ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়ন ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।আজ (১ডিসেম্বর)বৃহস্পতিবার সকাল ১১ টায় ২নং সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৪টি বিভাগে ৩৬জন শিশু অংশ গ্রহণ করে।
পরে বিদ্যালয়ে মাঠে সিআইপিআরবি’র আঞ্চলিক সমন্বয়কারী রজত সেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির খলিফা। বিশেষ অতিথি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকবৃন্দ । পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)‘র ভাসা প্রকল্পের আওতায় বরিশাল অঞ্চলে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সকাল ইউনিয়ন ভিত্তিকবার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।