সোমবার দলের এক কনফারেন্সে বর্তমান ব্রিটেন অর্থমন্ত্রী সম্পর্কে বর্ণবাদ নিয়ে বক্তব্য রাখায় তাকে লেভার পার্টি দল থেকে বহিষ্কার করা হয়।স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) কনফারেন্স ফ্রিঞ্জ ইভেন্টে রূপা অর্থমন্ত্রী কোয়াসি কাওয়ারতেংকে ‘কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন।
রূপা হক বলেন, ‘তিনি একজন অতিমাত্রায় কালো মানুষ। তাকে না দেখে বোঝার উপায় নেই। তবে তিনি ভালো স্কুল ও দেশের অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।উল্লেখ্য,রুপা হক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার দলীয় এমপি ।
ইতিপূর্বে এই রুপা হক বাংলাদেশ সম্পর্কেও বিভিন্ন রকমের নেতিবাচক কথা বলেছেন।রুপা হকের সমালোচনা কিছুটা উদ্ভট এবং তার রাজনৈতিক জ্ঞান-গরিমার সীমাবদ্ধতা রয়েছে বলে অনেক ই বলেছেন।
রুপা হকের বাবা পাবনা থেকে ব্রিটেনে গিয়েছেন ভাগ্যান্বেষণে। রুপার জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে বলেই হয়তো তিনি ‘সাহেব হয়ে’ ‘বাঙাল’ সম্পর্কে খোঁজ-খবর রাখেন না। বাংলাদেশ সম্পর্কেও রুপা হকের জ্ঞান সীমিত।