মোঃ তানভীর আহম্মেদ, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সদস্য তথা মহিলা মেম্বার ফরিদা ইয়াছমিন এর উদ্যোগে বড় আলমদীতে জলাবদ্ধতা ও বেহাল রাস্তার সংস্কারকাজ করা হয়েছে। সকালে এ রাস্তার সংস্কারকাজ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বড় আলমদীর সামনে রাস্তা খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে , স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে ও জনগণের সুবিধার্থে রাস্তাটি সংস্কার করা হয়। এতে করে ভোগান্তি থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ।
এই বিষয়ে ফরিদা ইয়াছমিন জানান,সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার এলাকার উন্নয়ন করতে পারি।এই সময় উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, মনু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।