July 10, 2025, 9:17 pm
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়ারি আটক

Reporter Name

খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালি য়ে ৫ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানাযায় ২৩ এপ্রিল গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের জিসান মিয়া, পিতা- আঃ সামাদ দুদু এর উত্তর ভিটার পশ্চিম দুয়ারী চৌচা লা টিন সেট দোকান ঘরের ভিতর তাস ও টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন সুজন মাহামুদ (২৪),পিতা- ছফর উদ্দিন,চর ভূরুঙ্গামারী,আতিক হাসান (১৯),পিতা- সাইফুর রহমান. ইসলামপুর,আমিনুর ইসলাম (২৫),পিতা- তমিজ উদ্দিন, তিলাই (আনন্দ বাজার),ভূরুঙ্গামারী,এবং,হাবিব (২৩), পিতা- কাশেম আলী,চর বলদিয়া রাঙ্গালের কুটি,খাইরুল আলম রনি (২৩),দক্ষিন বলদিয়া রাঙ্গালের কুটি,আঃ হাই, উভয় থানা-কচাকাটা।

আটকের সময় নগদ ৬৫০০/-টাকা,৬ টি মোবাইল ফোন ,২ সেট তাস ও ৩ (তিন)টি মোটর সাইকেল ও জুয়ার খে লার ১ টি প্লাস্টিকের বস্তার চটি,একটি লাল কালো রংয়ের বিছানার চাদর সহ উদ্ধার করে নিয়মিত মামলা রুজু করে থানা পুলিশ।আটকের সময় ঘটনা স্থল থেকে ৩ (তিন) আ সামী কৌশলে পালিয়ে যায়।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক সহ মোট ৮ জন আসামীর বিরুদ্ধে জুয়াআইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতাকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST