খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালি য়ে ৫ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানাযায় ২৩ এপ্রিল গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের জিসান মিয়া, পিতা- আঃ সামাদ দুদু এর উত্তর ভিটার পশ্চিম দুয়ারী চৌচা লা টিন সেট দোকান ঘরের ভিতর তাস ও টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন সুজন মাহামুদ (২৪),পিতা- ছফর উদ্দিন,চর ভূরুঙ্গামারী,আতিক হাসান (১৯),পিতা- সাইফুর রহমান. ইসলামপুর,আমিনুর ইসলাম (২৫),পিতা- তমিজ উদ্দিন, তিলাই (আনন্দ বাজার),ভূরুঙ্গামারী,এবং,হাবিব (২৩), পিতা- কাশেম আলী,চর বলদিয়া রাঙ্গালের কুটি,খাইরুল আলম রনি (২৩),দক্ষিন বলদিয়া রাঙ্গালের কুটি,আঃ হাই, উভয় থানা-কচাকাটা।
আটকের সময় নগদ ৬৫০০/-টাকা,৬ টি মোবাইল ফোন ,২ সেট তাস ও ৩ (তিন)টি মোটর সাইকেল ও জুয়ার খে লার ১ টি প্লাস্টিকের বস্তার চটি,একটি লাল কালো রংয়ের বিছানার চাদর সহ উদ্ধার করে নিয়মিত মামলা রুজু করে থানা পুলিশ।আটকের সময় ঘটনা স্থল থেকে ৩ (তিন) আ সামী কৌশলে পালিয়ে যায়।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক সহ মোট ৮ জন আসামীর বিরুদ্ধে জুয়াআইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতাকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।