খালেদা পারভীন প্রতিনিধি
ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনা বেরেই চলছে প্রতিনিয়ত।খালি হচ্ছে বাবা মায়ের কোল,কমে যাচ্ছে অনেকের পরিবারের উপার্জন কারিও।এই দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশ বক্সের দাবীতে উপজেলার সোনাহাট স্থলবন্দরের পাশে কলেজ মোড়ে মেইন সড়ক অব রোধ করে বিক্ষোভ মিছিল করে সচেতন সমাজ।২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার দুপুরে দিকে বঙ্গসোনাহাট ইউনিয়নের সুধীমহল উপস্থিত ছিলেন।দুর্ঘটনা কমাতে গাড়ির গতি কমানোসহ ট্রাফিক পুলিশ বক্সের দাবীতে বিক্ষোভ করেন সুধীমহল ও সর্ব স্তরের মানুষ।
বিক্ষোভে আরও অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র ছাত্র ছাত্রী বিভিন্ন পেশার মানুষও,সেখানে আরও অংশ নেয় সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ হাই মাস্টার ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার সহ আরও অনেকেই। বিক্ষোভে অংশ গ্রহন কারীরা বক্তবে বলেন বাহির থেকে যে গাড়ি গুলো স্থল বন্দরে আসে সেই গাড়ি গুলোর ড্রাইভা রের বয়স কম,ড্রাইভিং লাইসেন্স নাই এবং গাড়ির গতি থাকে বেশী যার কারনেই দুর্ঘটনা বেরেই চলছে পাখির মতো মানুষ মেরে ফেলতেছে।বক্তবে আরও বলেন প্রশাসন প্রয়োজনীয় ব্যাবস্থা না নিলে আমরা সর্ব স্থতরের মানুষ নিজেরাই রাস্তায় দারিয়ে থেকে গাড়ি চালকদের গতি ও লাইসেন্স চেক করবো।
বিক্ষোভ চলাকালে এ সময় সোনাহাট স্থলবন্দরে আসা যুগ্ন সচিব নৌ-পরিহন মন্ত্রণালয় এস এম মাহমুদুল হক বিক্ষোভ সমাবেশে আটকে পড়েন।পড়ে নিজে গাড়ি থেকে নেমে বিক্ষোভ কারিদের কথা শুনে বিক্ষোভ কারীদের সাথে এক মত পোষন করে বলেন আপনাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে তদন্তের মাধ্যমে আপনা দের দাবীর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন এরকমি আশ্বাস দেন।পরে বিক্ষোভ কারিরা সঙ্গে সঙ্গে বিক্ষোভ তুলে নেয়।