জ্ঞানের আলো ছড়াতে ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে,ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অবস্থতি মোশারফ স্যার স্মৃতি পাঠাগাররে উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতকি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠতি হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমকি বিদ্যালয়ের মাঠে র্বণাঢ্য জম কালো আয়োজনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জ্ঞানরে আলো ছড়াতে ও মাদক মূক্ত সমাজ গড়তে মরহুম মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ওই বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী সাহিত্য আড্ডা, মনোজ্ঞ সাংষ্কৃতকি অনুষ্ঠান ও ক্রীড়ানুষ্ঠান, পুরষ্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
মোশারফ স্যার সাহত্যি ও সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি জোবায়েদ হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনিবাহী পরিষদের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ রাজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থতি ছিলেন, দক্ষিণ দিঘলদী ইউনয়িন আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম খোকন, বিএসস টি আই পরিচালক এস এম তালাত মাহমুদ, জেলা সড়ক ও জনপদ বিভাগের এসিড প্রকৌশলী রাসেল আহমদে, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক হাওলাদার মাকসুদ, এ্যাডভোকটে মিজানুর রহমান, পুলিশ র্সাজেন আওলাদ হোসনে আজিম ও সাংবাদিক সহ বিশিষ্টজনরা।