প্রথম বাংলা – ময়মনসিংহে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ছিনতাই রোধ, কিশোর-কিশোরীদের সুস্থ সমাজে আনাসহ হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান চালিয়েছে। বুধবার বিকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন জয়নুল আবেদীন পার্ক থেকে শুরু করে বেটবল চত্বর পর্যন্ত এলাকায় এই অভিযান চলে।
মোটরসাইকেল আরোহীদের নিজের নিরাপত্তার জন্য হেলমেটের গুরুত্ব অনেক। এ সময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন, ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের প্রধান পুলিশ পরিদর্শক ট্রাফিক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, টি আই মোঃ জহির, কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সার্জেন্ট এস এম শওকত হোসেন, এস আই আনোয়ার হোসেন, এস আই রিফাত সহ সঙ্গীয় এই অভিযানে সাথে ছিলেন।