প্রথম বাংলা-ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে (ডিবি) পুলিশ।
জানা যায়,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহে র নির্দেশে এসআই(নিঃ)মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসা র ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন,
মাতা-রাবেয়া খাতুন,সাং-মোলাইদ,জনৈক ফাইজুল্লার বাড়ীর ভাড়াটিয়া,থানা-শ্রীপুর,জেলা-গাজীপুর (ভাসমান),মোঃ মফিদুল ইসলাম (২৯),পিতা-আলী হোসেন,মাতা-মফি বেগম,সাং-ইনানি মালিজিকান্দা,থানা-ঝিনাইগাতী,জেলা-শেরপুর,বর্তমান সাং-মুলা ইদ রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,মোঃ বিল্লাল (৩৫), পিতা-মৃত আশরাফ উদ্দিন ওরফে আশসাব,মাতা-সালেহা বেগম,সাং-ভাটিচারিয়া,থানা-নান্দাইল,জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট সাকিনস্থ হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ঢালী (৪৫),পিতা-মৃত গফুর ঢালী, মাতা-মোছাঃ জামিনা খাতুন, সাং-কাঠালী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।