April 29, 2025, 2:13 pm
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার অপহরণকারীসহ গ্রেপ্তার-৫

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও ভারতীয় চিনি উদ্ধার করা হয়। সোমবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন গণমাধ্যম কে জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি রোধ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণকারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এর মাঝে এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে রাঘবপুর পূর্বপাড়া থেকে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এসআই জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের প্রদান গেইটের সামনে থেকে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলুকে গ্রেফতার করে।

এসআই তানভীর আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে।

এসআই আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শস্তুগঞ্জ (চায়না মোড়) টোল প্লাজা এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার ও মোঃ শফিকুল ইসলাম ড্রাইভারকে ৭৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শন তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST