February 16, 2025, 1:33 am
শিরোনামঃ
আবুল হাসেম রতনের মানহানি করার চেষ্টা তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশ এর অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ- এর অভিযানে ০২টি চোরাই মোটর সাইকেল ও মোটর সাইকেলের লক ভাঙ্গার ৪টি মাস্টার চাবিসহ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ০৬ সদস্য গ্রেফতার ।

একটি আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম,পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,

ময়মনসিংহের তত্বাবধানে এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১/১১/২০২২ তারিখ ১৫.৩০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজাদ সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোর- এর সামনে পাকা রাস্তার উপর হতে ০২টি চোরাই মোটর সাইকেল ও মোটর সাইকেলের লক ভাঙ্গার ০৪টি মাস্টার চাবিসহ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য ১। মোঃ মাকসুদ হোসেন মানিক@ মাহবুব মানিক (৩৬),

পিতা-মোঃ জামাল ওরফে জয়নাল মিস্ত্রী, মাতা- মৃত মেহেরুন নেছা, সাং-হাগুরাকুড়ি পশ্চিম পাড়া (হাজী খালেক এর বাড়ীর পশ্চিম পাশে), থানা-মধুপুর, জেলা-টাংগাইল, এ/পি- গাজীপুরা সুমন মার্কেট, নোয়াখাইল্লা কামাল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-টংগী পূর্ব, জিএমপি গাজীপুর ২। নুর ইসলাম (৩৪), পিতা- মৃত ছামিউল, মাতা- নূরজাহান বেগম @ নূরেদা বেগম, সাং- নাওতারি (ঘোড়ামারা নদীর উপর ব্রীজের পশ্চিম পাশে), থানা-বোদা, জেলা-পঞ্চাগড়, এ/পি- ২৭ গাজীপুরা ব্যাংকপাড়া, রাজীব এর বাসার ভাড়াটিয়া, থানা-টংগী পশ্চিম,

জিএমপি গাজীপুর ৩। সোহেল মিয়াজী (৩০),পিতা- মোঃ আবুল হাশেম মিয়াজী,মাতা- মোছাঃ সালমা বেগম, সাং-উত্তর বাইশপুর (পৌরসভা ১নং ওয়ার্ড মিয়াজীবাড়ী),থানা- মতলব দক্ষিণ,জেলা- চাঁদপুর ৪। রনি মিজি (২৬), পিতা- মোঃ হানিফ মিজি,মাতা- খুকি বেগম,সাং- উত্তর বাইশপুর (মিজি বাড়ী,পার ভেজ কমিশনারের বাড়ীর পাশে),থানা- মতলব দক্ষিণ,জেলা- চাঁদপুর ৫। মোঃ কামরুজ্জা মান সিটু (২৮),পিতা- মোঃ মোছলেম ব্যাপারী,মাতা – মোছাঃ হুনুফা বেগম,

সাং-দক্ষিণ গাজীপুর (গাজীপুর হবির মোল্লা বাজা রের পশ্চিম পাশে), থানা- মতলব উত্তর,জেলা- চাঁদ পুর ৬। মোঃ সোহান প্রধান (২৪),পিতা- মোঃ শাহ আলম প্রধান,মাতা- রোকেয়া বেগম,সাং- দক্ষিণ ঠেটালিয়া (মেসার্স শাহ সোলেমান ফিলিং ষ্টেশনের পাশে),থানা- মতলব উত্তর,জেলা- চাঁদপুরদের গ্রেফতার করা হয়। ০২টি চোরাই মোটর সাইকেল ও ০৪টি চাবি উদ্ধারের বিষয়ে কোতো য়ালী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত চোরদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মোটর সাইকেল চক্রের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী মোটরসাইকেল চোর চক্রের পলাতক সদস্য ও আরো চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST