April 29, 2025, 2:01 pm
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে গোলাম কিবরিয়া পলাশ এর উপর সন্ত্রাসী হামলা পুলিশ নীরব

Reporter Name

স্টাফ রিপোর্টার – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর নি উজ সংগ্রহের কাজ চলাকালীন সময়ে সাংবাদিক গো লাম কিবরিয়া পালাশ এর উপর সন্ত্রাসী হামলা ও তার কাছ থেকে দুটি এন্ড্রয়েড ফোন জোড় পূর্বক ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা।

জানা গেছে,গত (৬ জানুয়ারী) শনিবার দিবাগত রাত ১২ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউ নিয়নের জয় বাংলা বাজারে এ ঘটনা ঘটে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লা বের সদস্য,ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নে র সাধারণ সম্পাদক,দৈনিক কাগজ ও দৈনিক আমাদে র নতুন সংবাদ এর জেলা প্রতিনিধি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় সাংবাদিকগোলাম কিবরিয়া পলাশ বাদী হয়ে মামলা দায়ের করে।উক্ত মা মলা সুত্রে জানা যায়, -চর ঈশ্বরদিয়া আঃ বারেক মন্ড লের ছেলে শাহরিয়ার হোসেন পাভেল (২৬),ও চর আনন্দীপুরের আঃ জলিল বকুল এর ছেলে আতিকুর রহমান রাহাত (৩৬) এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী আক্রমণ করে।

এ বিষয় সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ বলেন,৬ /১/২০২৪ তারিখ রাত অনুমান ১১.০৫ ঘটিকার সময় দ্বাদশ সংসদ নিবার্চন প্রচারনার জন্য ট্রাকগাড়ী মার্কার প্রতিক আমিনুল হক শামীম কোতোয়ালী মডেল থানা ধীন জয়বাংলা বাজার এলাকায় গেলে আমি সংবাদ পা ইয়া ইং ৭/১/২০২৪ তারিখ রাতে জয়বাংলা বাজারেযাই য়া মোবাইলে ভিডিও করিলে উল্লেখিত বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে একই উদ্দে শ্যে তাহাদের হাতে থাকা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

তখন আমি বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীরা আমাকে এলোপাথারীভাবে কিল-ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। ১নং বিবাদী রাস্তায় পড়ে থাকা লাঠি দিয়া আমার হাত

পা সহ শরীরের বিভিন্ন জায়গায় বাইরাইয়া জখম প্রাপ্ত করে এবং আমার সাথে মোবাইল REALME C21Y, যাহার মূল্য অনুমান ১৪,৪৯০/- (চৌদ্দ হাজার চারশত নব্বই) টাকা ও OPPO মোবাইল, যাহার মূল্য অনুমান ১১,০০০/-(এগার হাজার) টাকা নিয়া যায়।

তখন আমার ডাক চিৎকারের আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা হুমকী দিয়া যে,বেশি বাড়া বাড়ি করিলে আমাকে সময় সুযোগ মত পাইলে প্রানে মেরে লাশ গুম করিয়া ফেলিবে।পরবর্তীতে স্থানীয় লো কজন আগাইয়া আসিয়া আমাকে উদ্ধার করিয়া স্থানীয় ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা প্রদান করান।

এ বিষয়ে আজ ৮ জানুয়ারী সোমবার বিকেলে কয়েক জন সাংবাদিক নিয়ে কোতোয়ালী মডেল থানায় উপস্থি ত হয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ বাদী হয়ে মামলা দায়ের করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন সাংবাদিকদের আস্বস্ত করেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা এফআইআর না হওয়ায় বাদীপক্ষ ক্ষোভ প্রকাশ করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST