প্রথম বাংলা – জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৫ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার,উদ্ধার ২৬ গ্রাম হেরোইন করেছে।
এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন ও এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কে.বি. ইসমাইল রোড সাকিনস্থ বুড়াপীর মাজার শরীফের সামনে ফাঁকা জায়গায় হইতে ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকায় ২৬ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী ১। মোঃ সুলতান মিয়া (২১),পিতা-মোঃ সেলিম মিয়া,মাতা-আমেনা বেগম, সাং-বলাশপুর আবাসন,
২। মহিবুল হোসেন মিঠু (৩২),পিতা-আবেদ হোসেন, মাতা-রুবি খাতুন,সাং-আকুয়া (আকুয়া হাবুন বেপারী মোড়),৩। আবু হানিফ (৩৯),পিতা- মৃত জালাল উদ্দি ন,মাতা-মোছাঃ হনুফা খাতুন,সাং-চর গোবাদিয়া (বড়ই কান্দি সরকারী আবাসন),৪। নাহিদ হাসান নাঈম (২৬ ),পিতা-মৃতঃ বিল্লাল হোসেন,মাতা-মৃত মনোয়ারাবেগম ,সাং-চরপাড়া পপুলারের পিছনে,৫। মোঃ শান্ত (১৯), পিতা-মৃতঃ মনির হোসেন,মাতা-লাকী বেগম,সাং-বলাশ পুর আবাসন,সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহ দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দী র্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সা থে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য দের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ডিবি সুত্রে জানা যায়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান মিয়া এর বিরুদ্ধে ০৯ টি মামলা,মহিবুল হোসেন মিঠু (৩২) এর বিরুদ্ধে ০১টি মামলা,আবু হানিফ (৩৯)এর বিরুদ্ধে ২টিমামলা ও নাহিদ হাসান নাঈম (২৬) এর বিরুদ্ধে ৪টি মামলা আছে।উদ্ধারকৃত ২৬ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।