প্রথম বাংলা – পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার” শীর্ষক প্রকল্পের আও তায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার বিভিন্ন স্থানে খনন কাজ চলমান আছে।চলমান খননকাজের অগ্রগতি ও ড্রেজার দ্বারা খননকৃত উত্তোলিত বালুর সঠিক ব্যবস্থাপনার জন্য বিভাগীয় কমিশনারের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টিম প্রকল্পকাজ পরিদর্শন করেন।
ব্রহ্মপুত্র একসময় বিশাল স্রোতধারা নিয়ে ছিল দেশের গু রুত্বপূর্ণ নদ,আজকের চঞ্চলা যমুনা নদীও ছিল ব্রহ্মপু ত্রের শাখা নদী। মূলত ১৭৮৭ সালের আগে যমুনা নামে কোনো নদী ছিল না,ছিল শীর্ণকায় খাল যার নাম ছিলো জানুয়া বা জিনুয়া। ১৭৮৭ সালে ভূমিকম্পের ফলে ব্রহ্ম পুত্রের স্রোতধারা দেওয়ানগঞ্জের কাছে এসে ওই শীর্ণকায় খাল দিয়ে প্রবাহিত হয়। সেটিই আজকের যমুনা নদী,এদিকে জামালপুর,ময়মনসিংহ,কিশোরগঞ্জ জেলা হয়ে মেঘনায় পতিত হওয়া মূল স্রোতটিই পুরাতন ব্রহ্মপুত্র।