স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীর মাসকান্দা স্টাফ কোয়ার্টার বাসা থেকে ধরে নিয়ে।২৫ নং ওয়ার্ডের দিগারকান্দায় আকাশ ( ২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জানা যায় মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে ২৫ নং ওয়ার্ডের মাসকান্দা স্টাফ কোয়ার্টার বাসা থেকে ধরেনি উমর ফারুক সাবাস এর নেতৃত্বে একটি সশস্ত্র গ্রুপ এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
আকাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ড পুরাতন ভবনে চিকিৎসাধীন।জানা যায় আহত আকাশ নগরীর মাসকান্দা বাসটার্মিনাল সংলগ্ন বলাশপুর নয়াপাড়ার আরব আলীর পুত্র।
এ ব্যাপারে মামলা দায়ের করবে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।আরও জানা যায় সাবাস কয়েকমাস আগে দিগারকান্দা নামাপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় ইনচার্জের সাথে কথা বলার সময় তিনি বলেন অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপরাধী সে যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে নয় সন্ত্রাসের যত শক্তিশালীই হোক তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়া হবে অতি শীঘ্রই মামলা হয়ছে।