স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীতে এক সোর্স কর্তৃক নিরীহ জনগণকে হয়রানির অভিযোগ উঠেছে।
জানা যায় পুলিশের সোর্স পরিচয়ে মিথ্যা অভিযোগ দিয়ে নিরীহ জনগণকে হয়রানি করছে রানা নামে এক ব্যক্তি। তার রয়েছে ফাঁড়ি ও থানা পুলিশের কয়েকজন এসআই ও এএসআই এর সাথে যোগাযোগ। ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম, আকুয়া, পুরোহিত পাড়া এলাকা সহ বিভিন্ন এলাকার অর্ধশত নিরীহ জনগণকে মিথ্যা অভিযোগে পুলিশ কর্তৃক হয়রানি করছে।
তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানা পুলিশের নামে নিরী হ জনগণকে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করিয়ে টাকা নিয়ে হয়রানি করার রয়েছে অনেক অভিযোগ। আকুয়া এলাকার নুরুল ইসলাম কয়েকমাস আগে পুলিশের হাতে গ্রেফতার হলে তার অভিভাবক থানায় আসলে থানার সামনে থাকা সোর্স রানা থানার ভিতরে না নিয়ে পুলিশ সদস্যদের নামে টাকা নিয়ে চলে যায়।
চামড়ার গুদাম এলাকার রনি নামে এক ব্যক্তি কিছু দিন আগে পুরোনো একটি অভিযোগে গ্রেফতার হয়জানতে পেরে সোর্স রানা থানা হাজত থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে রনির পিতার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। এর কম অনেক অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে এ খবর জান তে পেরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জশাহ কামাল আকন্দ থানার ডিউটি থাকা অফিসারদের কঠোর নির্দেশ দিয়েছে রানা থানায় আসলে আটক করতে থানায় আসতে পারবে না।