প্রথম বাংলা – নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে ১৪তালা বহুতল ভবন নির্মাণ দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।
ময়মনসিংহ নগরীর ৩ নং ওয়ার্ডের কলেজ রোড়ে হামিদ উদ্দিন রোড আওয়ামী লীগ সভাপতির বাড়ির পাশে কামাল গং অবসরপ্রাপ্ত সেনা সদস্য. এস আই কাদির. জামাল উদ্দিন সহ ৩৬ জন পুলিশ কর্মকতা শিয়ার হোল্ডার. পাইলিং এর কাজে চলছে পাইলিং এর ফলে পাশের সুমিদের বাসায়
একটি ৬ তলা ভবনের দেওয়াল ফাটল দেখা দিয়েছে এর ফলে পাশ্ববর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায় যে বহুতল ভবন টি কাজ করতে নেয়নি ফায়ার সার্ভিসের অনুমোদন নেই সিটি করপোরেশনের অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন এলাকা সাধারণ মানুষ বলছেন যে রাস্তায় ফায়ার সার্ভিস এম্বুলেন্স যেতে পারে না সে জায়গায় কি করে এই ১৪ তালার ভবনের কাজ করা হয় কার ইশারায় এই অনুমোদন বিহীন বহুতল ভবনটি নির্মাণ হচ্ছে।
স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ কর্মকর্তার প্রতিনিধি দল উক্ত স্থান পরিদর্শন করেন কিন্তু তাদের উদাসীনতা মনোভাবের কারণে বিরাজ করছে জনমনে ক্ষোভ।
এদিকে ফায়ার সার্ভিসের সহকারি পরিচালকের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের কাছে যদি লিখিত অভিযোগ দেওয়া হয় আমরা তদন্ত করে যদি সত্যতা খুঁজে পাই আইনের ধারা মোতাবেক ব্যবস্থা নেব। স্থানীয় সূত্রে আরো জানা যায় যে সিটি করপোরেশন নগর পরিকল্পনাকারী কর্মকর্তার মানস বিশ্বাস ও কিছু স্থানীয়দের ম্যানেজ করেই গড়ে উঠছে এই অবৈধ ১৪ তলা ভবনটি।